কবি বি এম হায়দারের কবিতা “তুমি বিনা জীবনটা অপূর্ণ”
তুমি বিনা জীবনটা অপূর্ণ
– কবি বি এম হায়দার
শিশির স্নাত, রৌদ্রজ্বল,
প্রভাতের প্রথম উদিত
সূর্যের মতো,
এসেছিলে জীবনে মোর
এগিয়ে চলার সাথী হয়ে
সাহস দিতে।
ক্লান্ত, শ্রান্ত গ্রীস্মের বিকেলের
মৃদু দেহ শীতল করা
সমীরনের মতো,
এসেছিলে জীবনে মোর
দেহ মনের প্রশান্তি জোগাতে।
পৃথিবীকে স্তব্ধ করে
কিছু্ক্ষণের তরে থেমে থাকা,
সমাহিত সন্ধার মতো,
এসেছিলে জীবনে মোর,
সৃষ্টি কর্তার মহিমা বোঝাতে।
রাতের নিঃস্তব্ধ নির্জনতায়,
শুভ্র, মোহময, স্নিগ্ধ
চাঁদের হাসির মতো,
এসেছিলে জীবনে মোর।
ভালোবাসা, শান্তির
পরশ বোলায়ে শিখিয়েছিলে,
আরো একটি দিনের
পথ চলার প্রস্তুতি নিতে।
আজ জীবনের সকল কর্মান্তে,
সার্থকতার প্রশান্তি নিয়ে
বিশ্রামে যখন রতো,
মনে হয়, তুমি বিনা
জীবনটা বোধ হয়,
অপুর্নই রয়ে যেতো।