কক্সবাজারে ১০০৭ কনস্টেবলকে একযোগে বদলি
বাংলা টাইমস রিপোর্ট:
কক্সবাজার জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বদলির পর এবার ১ হাজার ৭ জন কনস্টেবলকে একযোগে বদলি করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সহকারী পুলিশ সুপার শহীদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সদর দফতরের এক প্রজ্ঞাপনে জেলা পুলিশের ১ হাজার ৭ জন কনস্টেবলকে বদলি করা হয়েছে। এর আগে তিন দফায় জেলার পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পরিদর্শকসহ ২৭২ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।