“এসএসবিসিএল ইন্টা: এডুকেশন সিটি হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনন্য উপহার” – সুমন তালুকদার

Share This:

নিউজ ডেস্কঃ
দেশে দীর্ঘদিন আন্তর্জাতিক শিক্ষা নিয়ে কাজ করছেন এসএসবিসিএল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব সুমন তালুকদার। বিশ্বের প্রায় ৭০টি দেশে তিনি দুই যুগ ধরে শিক্ষা নিয়ে কাজ করে চলেছেন। বাংলাদেশ থেকে এ যাবত যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন তাদের একটি অংশ কনসালটেন্সি নিয়েছেন এসএসবিসিএল এডুকেশন থেকে। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সুমন তালুকদারকে বলা হয় ‘শিক্ষার ফেরিওয়ালা’। তিনি প্রায় বিশ্বের ৮০টি দেশ ভ্রমণ করেছেন। অসংখ্য সেমিনার-সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। সম্প্রতি বাংলাদেশে বিশ্বমানের উচ্চশিক্ষা করনীয় বিষয়ে তার মুখোমুখি হলে তিনি বলেন, আমি দুই যুগেরও বেশী সময় ধরে বিদেশে বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিয়ে কাজ করছি। আমার অভিজ্ঞতা হল- বাংলাদেশ আজ যে অবস্থানে আছে দুই যুগ আগে সেই অবস্থানে ছিলনা। তখন এ দেশে উচ্চশিক্ষা গ্রহণের পর কর্মসংস্থানের সুযোগ কম ছিল; কিন্তু বর্তমানে দেশ সেই অবস্থানে নেই, দেশ অনেক এগিয়ে গেছে। আমাদের শিক্ষার্থীরা এখন দেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশেই কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।

"ssbcl group"
ছবিঃ সংগৃহীত

সুমন তালুকদার বলেন, বঙ্গবন্ধু-কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তার ফলে বাংলাদেশ দক্ষিন এশিয়ার মধ্যে উন্নয়নের রোল মডেল। দেশে যে পরিমান দেশী-বিদেশী শিল্পাঞ্চল হচ্ছে সে পরিপ্রেক্ষিতে দেশেই লাখ লাখ আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষায় শিক্ষিত জনবলের প্রয়োজন।

তিনি বলেন, আপনারা জেনে খুশী হবেন এসএসবিসিএল গ্রুপ বাংলাদেশে “এসএসবিসিএল ইন্টারন্যাশনাল এডুকেশন সিটি” গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কানাডা, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বেশ কিছু সরকারী বিশ্ববিদ্যালয় বাংলাদেশে বিনিয়োগ করে ক্যাম্পাস করার জন্য আগ্রহ জানিয়ে আমাদের চিঠি দিয়েছে। আমরা দেশের শিক্ষা-বান্ধব সরকারের কাছ থেকে অনুমোদনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেসব বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ক্যাম্পাস খোলার আগ্রহ প্রকাশ করেছে তাদের ক্যাম্পাস খোলার চুড়াত অনুমোদন পেলে বাংলাদেশে থেকে শিক্ষার্থীরা চার ভাগের এক ভাগ খরচে সম্পূর্ণ আন্তর্জাতিক মানের শিক্ষা ও সনদ অর্জন করতে পারবেন।

সুমন তালুকদার বলেন, আমরা এসএসবিসিএল গ্রুপের উদ্যোগে এমন একটি ইন্টারন্যাশনাল এডুকেশন সিটি গড়ে তুলতে চাই যা হবে অত্যন্ত নান্দনিক এবং বিশ্বমানের। তিনি মালয়েশিয়ার কথা উল্লেখ করে বলেন, মালয়েশিয়ায় অসংখ্য বিদেশী শিক্ষার্থী পড়ালেখা করছেন। বিশ্বের অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে সেখানে।

অভিজ্ঞ, দূরদর্শী ও প্রাজ্ঞ শিক্ষা-উদ্যোক্তা সুমন তালুকদার আরো বলেন, আমাদের এডুকেশন সিটি হবে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর। এ ক্যাম্পাসে সময়ের চাহিদা অনুযায়ী কোর্স চালু করা হবে। এক সময় এ দেশের শিক্ষার্থীরা ডক্টরেট কিম্বা ব্যারিস্টারি ডিগ্রী অর্জনের জন্য বিদেশে পড়ালেখা করতে যেতেন; চুড়ান্ত অনুমোদন পেলে বিশ্বের ওই শিক্ষা প্রতিষ্ঠানই বাংলাদেশে তাদের ক্যাম্পাস স্থাপন করবে।

"ssbcl group"
ছবিঃ সংগৃহীত

সুমন তালুকদার উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য এক ভাষনে বাংলাদেশে বিমান তৈরী করার কথাও উল্লেখ করেছেন। এর ফলে একটা মেসেজ তিনি দিয়েছেন- বাংলাদেশ বিশ্বের যেকোন দেশের সাথে প্রযুক্তিগত প্রতিযোগীতায়ও পিছিয়ে থাকবেনা। তার এই চিন্তাধারা আমাদের চলার পথকে, ভবিষ্যৎ প্রজন্মকে নতুন এক স্বপ্নের রাজ্যে নিয়ে গেছে। আমরা এর বাস্তবায়ন চাই। আর তার জন্য প্রয়োজন প্রযুক্তিগত শিক্ষাব্যবস্থা। এসএসবিসিএল ইন্টারন্যাশনাল এডুকেশন সিটি স্থাপনের ব্যাপারে তিনি জানান, সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জ তার প্রথম চ্যালেঞ্জ। কারন দেশের দক্ষিণাঞ্চলের সন্তান হিসাবে তিনি বিশ্বমানের এডুকেশন সিটিকে ঢাকার সন্নিকটে আধুনিক যোগাযোগ ব্যবস্থার সমন্বয়ে সমৃদ্ধ গোপালগঞ্জ জেলাকে বেছে নিতে চান।

"ssbcl group"
ছবিঃ সংগৃহীত

সুমন তালুকদার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বনেতা। তাঁর আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালে আপামর বাঙ্গালী মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। স্বাধীনতার জন্য তিরিশ লাখ প্রাণ বিসর্জন দিতে হয়েছে। দু’লক্ষাধিক মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। মহান নেতা আজ থেকে ৫০ বছর আগে বিশ্বের কাছে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমরা নতুন প্রজন্মের প্রতিনিধি, তাঁর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সারা পৃথিবী ঘুরে বেড়িয়েছি। সেই অভিজ্ঞতা এখন কাজে লাগানোর সময়।

স্বাধীনতাঁর ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তীতে সুমন তালুকদার দেশে ইন্টারন্যাশনাল এডুকেশন সিটি বাস্তবায়নে নিজেকে নিবেদিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ হবে উন্নয়ন, অগ্রগতি ও প্রযুক্তির এক অনন্য উদহারনের দেশ। এসএসবিসিএল ইন্টারন্যাশনাল এডুকেশন সিটি হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনন্য উপহার।

কৃতজ্ঞতা: দি ইন্ডাস্ট্রি

Loading...