এপ্রিলে মুক্তি পাচ্ছে ‘সূর্যবংশী’

Share This:

নিউজ ডেস্ক:

গত বছর ২৩ মার্চ ২০২০-এ মুক্তি পাওয়ার কথা ছিল রোহিত শেট্টি পরিচালিত সিনেমা ‘সূর্যবংশী’। পুলিশ চরিত্রে অভিনয় করা সেরা তিন কপ অভিনেতা অজয়, অক্ষয় এবং রণবীর সিংকে একসাথে সেখা যাবে সিনেমায়। তবে মূল চরিত্রে থাকবেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। এদিকে বহু সময়ের পর এই সিনেমার মধ্য দিয়েই আবারও জুটি বেঁধেছেন অক্ষয়-ক্যাটরিনা। করোনা পরিস্থিতির জন্য গত বছর সিনেমাটি আর মুক্তি পায়নি। তাই গুঞ্জন উঠেছিল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি। তবে সেই গুঞ্জন প্রত্যেকবার উড়িয়ে দিয়েছেন প্রযোজনা সংস্থা। কারন এবছর ৩০ শে এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

গেল বছর অক্টোবরে ভারতের সিনেমা হল খুলে দিলেও বক্স অফিসে তেমন কোন সিনেমা মুক্তি পায়নি। যেই কয়েকটা সিনেমা মুক্তি পেয়েছে সেগুলোর মধ্যে কোনটি বিগ বাজেটের সিনেমা ছিল না। এদিকে দীর্ঘ সময় ধরে ভক্তরা অপেক্ষায় ছিল ‘সূর্যবংশী’ সিনেমা মুক্তির জন্য। তাই অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমার পরিচালক রোহিত শেট্টির জন্মদিনেই সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করেছেন অক্ষয়-ক্যাটরিনা।

ভক্তদের উদ্দ্যেশে অক্ষয় একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা কথা দিয়েছিলাম আপনাদের সকলকে একটা সিনেমাটিক অভিজ্ঞতার… সেটাই আপনারা পাবেন.. অপেক্ষা অবশেষে মিটল! আসছে পুলিশ… আসছে সূর্যবংশী, সারা বিশ্বের সিনেমা হলে আগামী ৩০ এপ্রিল ২০২১’।

২০২০ সালে সিনেমাটি মুক্তির কথা থাকায় প্রকাশ করা হয়েছিল সিনেমার ট্রেইলার। যা ছিল দর্শকদের চোখ ধাঁধানোর মতো। ‘সূর্যবংশী’ সিনেমাটি রোহিত শেট্টির কপ ইউনিভার্সের চতুর্থ সিনেমা। আর এই সিনেমার থাকছেন ‘সিংহম’ অজয় এবং ‘সিম্বা’ রণবীর সিং। অক্ষয় কুমারের শেয়ার করা ভিডিও দেখে আনন্দিত ভক্তরা। অনুরাগীরা এখন অপেক্ষায় আছে সিনেমাটি মুক্তির জন্য।

Loading...