উইজডেনের ৫ দশকের ৫ সেরা ক্রিকেটার

Share This:

নিউজ ডেস্ক:

ওয়ানডে ক্রিকেটের ৫০ বছর পূর্তি হলো এই বছর। গত জানুয়ারির ৫ তারিখ ছিল ৫০ বছর পূর্তি। ওয়ানডে ক্রিকেটের ৫০ বছর উপলক্ষে এবার ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেন অ্যালমানাক নির্বাচন করেছে ৫ দশকের সেরা ৫ ওয়ানডে ক্রিকেটারকে। ২০১০ থেকে ২০২০ পর্যন্ত সর্বশেষ এক দশকের সেরা ওয়ানডে ক্রিকেটার হলেন ভারতের বিরাট কোহলি।

১৯৭১ সালের ৫ জানুয়ারি যাত্রা শুরু হয় ওয়ানডে ক্রিকেটের। এরপর থেকে দেখতে দেখতে ৫০টি বছর পার হয়ে গেছে এরই মধ্যে। এর মধ্যে কত রথি-মহারথি আসলেন গেলেন। কিন্তু উইজডেন ৫০ বছরের মধ্যে প্রতি দশকে একজন করে মোট ৫জন সেরা ক্রিকেটার বেছে নেয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

এই জায়গাতেও ভারতীয়দের প্রাধান্য। ৫ দশকের ৫ সেরা ক্রিকেটারের তিনজনই ভারতের। কোহলি ছাড়া অন্য দু’জন হলেন শচিন টেন্ডুলকার এবং কপিল দেব। বাকি দু’জনের একজন শ্রীলঙ্কান এবং অন্যজন ওয়েস্ট ইন্ডিজের। শ্রীলঙ্কান হলেন মুত্তিয়া মুরালিধরন এবং ওয়েস্ট ইন্ডিয়ান্স হলেন ভিভ রিচার্ডসন।

এর আগে ২০১০ থেকে ২০২০ সাল- এই দশকের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বিরাট কোহলি। ওয়ানডে এবং টেস্টেও দশক সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি।

টানা দ্বিতীয়বারের মত উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

 

Loading...