ইউরোপ যেতে ভূমধ্যসাগরে ভাসমান নৌকা থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার

Share This:
বাংলা টাইমস নিউজ ডেস্ক:
তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে একটি ভাসমান নৌকা থেকে ২৬৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। এর মধ্যে ২৬৪ জন বাংলাদেশি রয়েছেন। তারা লিবিয়া থেকে সাগরপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল। গতকাল তাদের সাগরে ভাসমান অবস্থায় নৌকা থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
তিউনিসিয়ার কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি এবং ৩ জন মিসরীয় নাগরিক। অবৈধভাবে ভ্রমণের সময় নৌকা ক্ষতিগ্রস্ত হলে তারা সাগরে ভাসছিলেন। পরে তাদেরকে উদ্ধার করা হয়।
সংস্থাটি আরও জানিয়েছে, তিউনেসীয় নৌবাহিনীর সহায়তায় ভুক্তভোগীদের উদ্ধার করে দেশটির দক্ষিণাঞ্চলীয় বেন গুয়ের্দেন বন্দরে নেওয়া হয়। বন্দরটি লিবিয়া সীমান্তের ঠিক পাশেই অবস্থিত। সেখান থেকে উদ্ধারকৃত অভিবাসীদের আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেড ক্রিসেন্টের হাতে তুলে দেয়া হয়েছে।

 

আইওএম জানিয়েছে, উদ্ধারকৃত অভিবাসীদের তিউনেসীয় জেরবা দ্বীপের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।।

Loading...