আবারো পাকিস্তানের পাশে চীন

Share This:

অনলাইন ডেস্ক: ভারতকে চাপে রাখতে ফের পাকিস্তানের পাশে এসে দাঁড়াল চীন। পাকিস্তানকে দুটি রণতরী সরবরাহ করেছে দেশটি। চীনের পক্ষ থেকে বলা হয়েছে এই রণতরীগুলি তারা বহু আগে থেকেই পাকিস্তানকে দেওয়ার বিষয়ে কথা বলেছিল। তবে করোনার কারণে এতোদিন দেরি হয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে চীনকে শুভেচ্ছা জানানো হয়েছে।

ডন পত্রিকার পক্ষ থেকে বলা হয়েছে, আগামীদিনে পাকিস্তানকে আরও দুটি রণতরী পাঠাবে চীন। ফলে দুই দেশের মাঝে সম্পর্ক আরও ভাল হবে বলেই মনে করা হচ্ছে। জেনারেল রাহেল শরিফ জানিয়েছেন, নিজের দেশকে শক্তিশালী করতে পাকিস্তান সবধরনের কাজই করবে।

মোট ৫৪ বিলিয়নের দুটি প্রজেক্ট পাকিস্তান সরকার হাতে নিয়েছে। যার ফলে পাকিস্তান চীনের কাছ থেকে তাদের সামরিক অস্ত্রভাণ্ডার আরও সমৃদ্ধ করবে। সিপিইসি নামের এই প্রজেক্টের ফলে দুই দেশের সম্পর্ক যাতে আরও ভাল হয় সেদিকে নজর রাখবে দুই দেশের সরকারই।

Loading...