আগামী সিরিজেই কোহলিকে টপকে যাচ্ছেন বাবর আজম?

Share This:

বাংলা টাইমস ডেস্ক:

বর্তমান ক্রিকেটের অন্যতম দুই সেরা ব্যাটসম্যান হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দীর্ঘদিন শীর্ষস্থান দখলে রেখেছিলেন বাবর। অন্যদিকে দীর্ঘদিন ধরে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা কোহলির  দখলে। তবে কোহলিকে শীর্ষস্থান থেকে নামানোর সুযোগ রয়েছে বাবরের।

২০১৭ সালের ২২ অক্টোবর থেকে ব্যাটসম্যানদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। সর্বশেষ প্রকাশিত আইসিসির র‍্যাঙ্কিংয়ে কোহলির চেয়ে মাত্র ৫ পয়েন্ট পিছনে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাবর। বর্তমানে কোহলির রেটিং পয়েন্ট ৮৫৭। অন্যদিকে বাবর আজমের রেটিং পয়েন্ট ৮৫২।

ওয়ানডে সিরিজ শেষ করে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন বাবররা। এরপরই সেখান থেকেই জিম্বাবুয়ে সফরে যাবে পাকিস্থান। জিম্বাবুয়ে সফরে অবশ্য কোনো ওয়ানডে খেলবে না পাকিস্তান। তবে জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এই সময়ের মধ্যে কোনো ওয়ানডে ম্যাচ নেই কোহলিদের। সেই সিরিজে ভালো করতে পারলেই কোহলিকে টপকে শীর্ষে উঠে যাবেন বাবর।

Loading...