আগামীকাল (২৯ সেপ্টেম্বর) ঢাকায় সাউথ কোরিয়া এডুকেশন এক্সপো ২০২২ | PranBin Education Company
আগামীকাল ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ কোরিয়া এডুকেশন এক্সপো ২০২২। অনুষ্ঠানের আয়োজক ঢাকাস্থ স্বনামধন্য এডুকেশনাল কনসাল্টেন্সি হাউজ ” প্রাণবিন এডুকেশন কোম্পানী।”
ভেন্যুঃ হোটেল এসকট প্লাজা, বারিধারা ডিপ্লোম্যাটিক এরিয়া।
উক্ত এক্সপোতে সাউথ কোরিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি্র প্রতিনিধিদের সাথে কথা বলে এব একাডেমিক ডকুমেন্টস যাচাই করে আপনার এডমিশন নিশ্চিত করতে পারবেন।
�House 14, Road 6 , Block K,
�Dhaka 1212, Bangladesh.