চাকরির বিজ্ঞপ্তি :
আইএফআইসি ব্যাংক বাংলাদেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক। ১৯৭৬ সালে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এর যাত্রা শুরু হয়, এবং ১৯৮৩ সালে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হয়। গ্রাহকদেরকে আরো সুবিধাজনক সেবা প্রদানের স্বার্থে আইএফআইসি ব্যাংক সম্প্রতি তাদের বিভিন্ন শাখায় “ওয়ান স্টপ ট্রানজেকশন সার্ভিস মডেল” চালু করেছে।
গ্রাহকদের চাহিদা অনুসারে যথাযথ সেবা প্রদানের জন্য ব্যাংকটি ট্রানজেকশন সার্ভিস অফিসার পদে কয়েক জন কর্মকর্তা নিয়োগ দিতে যাচ্ছে। নিযুক্ত কর্মকর্তাদের প্রাথমিক পদ মর্যাদা হবে “ট্রেইনি অ্যাসিস্টেন্ট অফিসার”। এ সকল কর্মকর্তার মূল দায়িত্ব হবে-
- ক্যাশ পেমেন্ট ও রিসিভ, ফান্ড ট্রান্সফার
- অ্যাকাউন্টে খোলা ও চেক বই ইস্যু করা
- এফডিআর/পিএসএস/সঞ্চয়পত্র/বন্ড ইস্যু, পেমেন্ট ও ইনক্যাশমেন্ট করা
- পে-অর্ডার ইস্যু ও ইনক্যাশমেন্ট করা
- ফরেন রেমিট্যান্স সার্ভিস
- সরকারি বন্ড ক্রয়/বিক্রয়
- কার্ড, এসএমএস ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং সম্পর্কিত সেবা
- লকার সার্ভিস
- গ্রাহকদের যে কোন জিজ্ঞাসার জবাব দেওয়া ইত্যাদি।
সুযোগ সুবিধাসমূহ
- প্রবেশন পিরিয়ডে মাসিক ২৮,৩৭০ টাকা বেতন।
- সফলভাবে এক বছরের প্রবেশন পিরিয়প সম্পন্ন করার পর অ্যাসিস্টেন্ট অফিসার পদে পদোন্নতি ও মাসিক ৩৫,৯৯০ টাকা বেতন।
আবেদনের যোগ্যতা
- কমপক্ষে স্নাতক উত্তীর্ণ।
- শিক্ষা জীবনের কোন পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
- অক্টোবর ০৫, ২০২০ তারিখে বয়স অনুর্ধ্ব ৩০ বছর।
- কম্পিউটারের দক্ষতা আবশ্যিক।
- বাংলাদেশের যে কোন অঞ্চলে কাজ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে।
- কমিউনিকেশন ও ম্যানেজমেন্ট স্কিল।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ।
আবেদন পদ্ধতি
“আবেদন করুন” বাটনে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করুন।
আবেদনের শেষ তারিখ: অক্টোবর ৫, ২০২০
অফিসিয়াল লিনক: https://career.ificbankbd.com/apply.php?circular_key=8e26e5c3d2d0cf3b9e21b29f2da65745&csrt=1204526828416067828