অস্ট্রেলিয়ার গ্র্যাজুয়েট ভিসার নতুন আইন বাতিল

Share This:

কাউসার খান, সিডনি, অস্ট্রেলিয়া ,

অস্ট্রেলিয়ায় স্নাতক পরবর্তী গ্র্যাজুয়েট ভিসার দ্বিতীয় দফায় আবেদনের সুযোগ বহাল থাকছে। এর আগে অভিবাসন বিভাগের প্রকাশিত এক অস্থায়ী নীতিমালায় সাবক্লাস ৪৮৫ টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসাটিতে ‘ডিপেন্ডেন্ট’ ভিসাধারীরা নতুন করে মূল আবেদনকারী হিসেবে ভিসা পাবেন না বলে উল্লেখ করা হয়েছিল।

গত ২০ জানুয়ারি প্রকাশিত সে নীতিমালাটি একটি ‘খসড়ার ত্রুটি’ ছিল বলে ব্যাখ্যা দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। মাইগ্রেশন ইনস্টিটিউট অব অস্ট্রেলিয়াকে দেওয়া এ ব্যাখ্যায় অভিবাসন বিভাগ জানায়, যারা পূর্বে সাবক্লাস ৪৮৫ টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসাধারীর ‘ডিপেন্ডেন্ট’ ছিল, তাঁরা আগের নিয়মেই মূল আবেদনকারী হিসেবে আবেদন করতে পারবেন।

ত্রুটিযুক্ত পূর্বের নীতিমালায় বলা হয়েছিল, সাবক্লাস ৪৮৫ টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসাধারীর ‘ডিপেন্ডেন্ট’ অর্থাৎ স্বামী বা স্ত্রী নতুন করে মূল আবেদনকারী হিসেবে এ ভিসায় আবেদন করতে পারবেন না। তবে এ নীতিমালাটি প্রচুর সমালোচিত হয়েছিল। কেননা জনপ্রিয় এ ভিসাটির মাধ্যমে সদ্য স্নাতক বা সমমানের ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরা কর্ম–অভিজ্ঞতা অর্জনের জন্য এক থেকে চার বছর মেয়াদে অস্ট্রেলিয়ায় বসবাসের সুযোগ পেয়ে থাকেন। আর এ ভিসার জন্যই অনেকে পড়াশোনার জন্য অস্ট্রেলিয়াকে বেছে নেন। তবে অভিবাসন বিভাগের সংশোধিত নীতিমালা অনুযায়ী ‘ডিপেন্ডেন্ট’ভিসাধারীর মূল আবেদনকারী হিসেবে আবেদন করার সুযোগ বহাল থাকছে।

Loading...