‘অর্ধনগ্ন’ ভিডিও পোস্ট, আটক পুনম পান্ডে
বিনোদন ডেস্ক: উল্টাপাল্টা কীর্তি ঘটিয়ে বহুবার সমালোচনার মুখে পড়তে হয়েছে ‘নাশা’ তারকা পুনম পান্ডেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা ছবি ও ভিডিও পোস্ট করে প্রায়ই বিতর্কের ঝড় তুলেছেন ২৯ বছর বয়সী এ মডেল ও বলিউডের অভিনেত্রী। এবার লকডাউনে ‘অর্ধনগ্ন’ অবস্থায় সৈকতে ভিডিও ধারণ করার সময় পুলিশের হাতে আটক হলেন এই তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার গোয়া ফরোয়ার্ড পার্টির নারী শাখার পক্ষে রাজ্যের সমুদ্রসৈকত এলাকা ও সংরক্ষিত বাঁধে অশালীন অবস্থায় ভিডিও ধারণের জন্য ক্যানাক্যানো পুলিশ পুনম পান্ডের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে। বৃহস্পতিবার এই অভিনেত্রীকে আটক করেছে গোয়া পুলিশ। পিটিআইকে এ খবর নিশ্চিত করেছেন গোয়ার এসপি (দক্ষিণ) পঙ্কজ কুমার সিং। তিনি বলেন, জেরা করার জন্য পুনম পান্ডেকে আটক করা হয়েছে।